Facilities

হোস্টেল
নবীনগর সরকারি কলেজের একমাত্র ছাত্র হোস্টেল, যেটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। চার তলা বিশিষ্ট হোস্টেলটি কলেজের দক্ষিণ সীমানা ঘেঁষে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত।এখানে একাদশ, দ্বাদশ, স্নাতক (পাস) ও স্নাতক(সম্মান) শ্রেণির ছাত্ররা অবস্থান করতে পারে। দূর দুরান্তের শিক্ষার্থীদের আবাসিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে হোস্টেলটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

গ্রন্থাগার
কলেজ গ্রন্থাগারকে সংশ্লিষ্ট কলেজের প্রাণ বলে অভিহিত করা হয়। ছাত্র-শিক্ষকদের প্রয়োজন অনুযায়ী নিদিষ্ট কোর্স কারিকুুলাম মোতাবেক পাঠ্যবই, রেফারেন্স বই ও অন্যান্য পাঠোপকরণ সরবরাহ করার ক্ষেত্রে নবীনগর সরকারি কলেজের গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বি এন সি সি
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) একটি শৃঙ্খলাবদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠন,যা বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাছাইকৃত প্রতিষ্ঠান ভিত্তিক নিজস্ব রেজিমেন্ট ও ব্যাটালিয়ানের মাধ্যমে পরিচালিত হয়। “জ্ঞান – শৃঙ্খলা” এই মূলমন্ত্রে উজ্জীবিত বিএনসিসি। এখানে রয়েছে স্বেচ্ছায় দেশসেবার আত্মত্যাগী মনোভাব এবং দেশকে শত্রুমুক্ত রাখার অনুপ্রেরণা। ক্যাডেটরা বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয়(২য়) সারির সৈনিক হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন। পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ে ক্যাডেটরা কাজ করেন। সরকারী সকল কর্মসূচী বাস্তবায়ন করার পাশাপাশি ক্যাডেটরা রাষ্ট্রীয়ভাবে বিদেশ ভ্রমণের সুযোগও পেয়ে থাকে।

রোভার
যুগের পরিক্রমায় শিক্ষার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবা কার্যক্রমের সাথে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের অংশগ্রহণ বর্তমানে অনস্বীকার্য হয়ে উঠেছে। তরুণ শিক্ষার্থীদেরকে শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিকভাবে যোগ্য করে গড়ে তোলতে ভূমিকা পালন করছে নবীনগর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। রোভারিং হচ্ছে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে সমাজ উন্নয়ন ও সেবার লক্ষ্যে আজীবন আত্মনিয়োগ। নবীনগর সরকারি কলেজের রোভার স্কাউট তাদের কার্যক্রমের মাধ্যমে সুনাম অর্জন করেছে।
